Australian Player । ক্যাচ ধরতে গিয়ে মাথায় আঘাত, দুই অজি তারকা পড়ে রইলেন মাঠে, ২০ মিনিট বন্ধ থাকলো ম্যাচ
Friday, January 3 2025, 4:44 pm
Key Highlights
ক্যাচ ধরতে গিয়ে ভয়াবহ সংঘর্ষ হল ক্যামেরন ব্যানক্রফট এবং ড্যানিয়েল স্যামসের। এতটাই জোরে একে অপরের মাথায় ধাক্কা মারেন যে দুই অস্ট্রেলিয়ার তারকাই কার্যত নিঃস্তব্দভাবে কিছুক্ষণ মাঠে পড়েছিলেন।
অপ্টাস স্টেডিয়ামে চলছিল বিগ ব্যাশ লিগ। পার্থ স্কচার্সের বিরুদ্ধে টসে জিতে প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নেয় সিডনি থান্ডার। ম্যাচের ১৬ তম ওভারে ক্যাচ ধরতে গিয়ে একে অপরের মাথায় ধাক্কা মারেন যে দুই অস্ট্রেলিয়ান তারকা ব্যানক্রফট এবং স্যামস। দুই খেলোয়াড়ই মাঠে শুয়ে পরে। কিছুক্ষন কোনওরকম নড়াচড়া করেননি দু'জন। আতঙ্কিত হয়ে পড়ে বাকি খেলোয়াড়রা। তড়িঘড়ি চিকিৎসকরা তাঁদের মাঠের বাইরে নিয়ে যান। এর জেরে ২০ মিনিট বন্ধ ছিল ম্যাচ। দুই খেলোয়াড়ই এখন সুস্থ আছেন।