Mohammedan coach | বেতন বিভ্রাট ! দল ছাড়লেন ক্ষুদ্ধ মহামেডান কোচ আন্দ্রে চের্নিশভ
Wednesday, January 29 2025, 2:22 pm

তিন মাস বেতন পাননি তিনি। ডার্বির আগেই দলত্যাগ মহামেডান কোচ আন্দ্রে চের্নিশভের।
প্রতিদিনের মতোই অনুশীলনে এসেছিলেন মহামেডানের খেলোয়াড়রা। তাঁদের সামনেই এদিন নিজের পদত্যাগের কথা ঘোষণা করলেন দলের প্রধান কোচ আন্দ্রে চের্নিশভ। পরে সোশ্যাল মিডিয়াতে একটি বার্তা পোস্ট করে তিনি জানান, তিন মাস বেতন পাননি তিনি। একজন পেশাদার হিসেবে এই পরিস্থিতিতে বাধ্য হয়ে তিনি কোচের পদ ছাড়ছেন। এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে ময়দানে। মহমেডান ক্লাবের কার্যকরী সভাপতি কামারুদ্দিন আঙুল তুলেছেন ক্লাবের বিনিয়োগকারীদের ওপরেই। বিনিয়োগকারী সংস্থার কর্তা দীপক কুমার সিং চের্নিশভের সাথে আলোচনায় বসবেন আজ।
- Related topics -
- খেলাধুলা
- মহামেডান
- ফুটবল প্রশিক্ষক
- ফুটবল
- শহর কলকাতা
- বেতন বৃদ্ধি