HDFC | মাসে ১ লক্ষ টাকার বেশি করা যাবে না লেনদেন, প্রতিটি ট্রানজাকশনে কাটবে ১৫০ টাকা! একাধিক নিয়ম বদল HDFC ব্যাঙ্কে!
Monday, August 18 2025, 3:42 am

১লা আগস্ট থেকে লেনদেনের ক্ষেত্রে একাধিক পরিবর্তন আনলো এইচডিএফসি ব্যাঙ্ক।
১লা আগস্ট থেকে লেনদেনের ক্ষেত্রে একাধিক পরিবর্তন আনলো এইচডিএফসি ব্যাঙ্ক। সেভিংস অ্যাকাউন্ট হোল্ডাররা প্রতি মাসে বিনামূল্যে দুই লক্ষ টাকা পর্যন্ত লেনদেন করতে পারতেন। তবে এবার সেই পরিমাণ কমিয়ে এক লক্ষ টাকা পর্যন্ত করা হয়েছে। গ্রাহকরা বিনামূল্যে লেনদেন করতে পারবেন চারবার। তবে তারপর প্রতিটি লেনদেনের জন্য ১৫০ টাকা করে দিতে হবে। থার্ড পার্টি লেনদেনের দৈনিক লিমিট ২৫,০০০ টাকা। এছাড়াও NEFT ট্রান্সফার শুল্ক, RTGS ট্রান্সফার শুল্ক, IMPS ট্রান্সফার শুল্ক, ECS, ACH ফেরত শুল্কের ক্ষেত্রেও নিয়মেও বদল আনা হয়েছে
- Related topics -
- অর্থনৈতিক
- অর্থনীতি
- ব্যাঙ্ক
- এইচডিএফসি ব্যাঙ্ক