Calcutta High Court | 'ভোটার কার্ড, আধার কার্ড থাকলে সে ভারতীয় হয়ে যায়না'! অনুপ্রবেশ সংক্রান্ত মামলায় সাফ জানালো হাইকোর্ট!

কোনও ব্যক্তির কাছে ভোটার, আধার কার্ড থাকলে সে ভারতীয় হয়ে যায়না, এমনটাই জানালো কলকাতা হাইকোর্ট।
কোনও ব্যক্তির কাছে ভোটার, আধার কার্ড থাকলে সে ভারতীয় হয়ে যায়না, এমনটাই জানালো কলকাতা হাইকোর্ট। অনুপ্রবেশের অভিযোগে এক দম্পতিকে গ্রেফতার করেছিল পুলিশ। জামিনের আবেদন নিয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন তারা। তাদের আইনজীবীর বক্তব্য, অভিযুক্তদের আধার কার্ড ও ভোটার কার্ড রয়েছে। তারা ২০১০ সালে ভারতে আসেন। শুনানিতে বিচারপতি দেবাংশু বসাক বলেন, ভোটার কার্ড, আধার কার্ড থাকলেই কেউ ভারতীয় নাগরিক হয়ে যান না। অনেক বাংলাদেশিও এসব নথি বানিয়ে ফেলেছে, নাগরিকত্ব প্রামণ করতে ট্যাক্সও দিচ্ছে।