সাত পাকে বাঁধা। আলিবাগের রিসর্টে স্বপ্ন পূরণ বরুন - নাতাশার
Monday, January 25 2021, 7:27 am
Key Highlightsকরোনা মহামারির কারণে বিয়ের অনুষ্ঠান বাতিল হয়ে গেলেও অবশেষে গত রবিবার স্বপ্নপূরণ হল তাঁদের। অভিনেতা বরুন ধাওয়ান এবং চাইল্ডহুড বন্ধু নাতাশা দালালের সাথে গত ২৪শে জানুয়ারি ২০২১ আলিবাগের বিচ রিসর্ট দ্য ম্যানসন-এ সাত পাকে বাঁধা পড়লেন। বরুনের পরনে মণীশ মালহোত্রার ডিজাইন করা সাদা শেরওয়ানি ও নাতাশার সাদা লেহেঙ্গা। নাতাশা হলেন একজন ফ্যাশন ডিজাইনার। 'নো ক্যামেরা' জানানোয় সরাসরি কোনো সম্প্রচার না হলেও বরুন নিজেই টুইটারে ছবি পোস্ট করেছেন। সোশ্যাল মিডিয়ায় তাঁদের শুভেচ্ছা জানিয়েছেন বিশিষ্ট ব্যক্তিরা।