Hathras Black Magic | কুসংস্কারের বশে শিশুকে 'বলি'! স্কুলের নাম যশ ফেরাতে নারকীয় কান্ড স্কুলের ডিরেক্টর সহ ৩ শিক্ষকের
Friday, September 27 2024, 9:16 am

হাথরাসের রাসগাও এলাকায় ডি এল পাবলিক স্কুলের ডিরেক্টর, তাঁর বাবা এবং তিন শিক্ষক ওই স্কুলের উন্নতিকল্পে নাকি এই নরবলির পরিকল্পনা করেন।
স্কুলের উন্নতির আশায় কুসংস্কারের বশে 'বলি' দেওয়া হলো নাবালককে! সূত্রের খবর, উত্তরপ্রদেশের হাথরাসের রাসগাও এলাকায় ডি এল পাবলিক স্কুলের ডিরেক্টর, তাঁর বাবা এবং তিন শিক্ষক ওই স্কুলের উন্নতিকল্পে নাকি এই নরবলির পরিকল্পনা করেন। স্কুলের ডিরেক্টরের বাবা ‘কালোজাদু’র চর্চা করে। সেই মূলত নরবলির পরিকল্পনা করে। তার বিশ্বাস, একটি শিশুকে ঈশ্বরের উদ্দেশে উৎসর্গ করলে স্কুলের নাম যশ দুইই ফিরবে। পুলিশ জানিয়েছে, সেপ্টেম্বর মাসে একাধিকবার স্কুলের হস্টেল থেকে শিশুকে তুলে এনে বলি দেওয়ার চেষ্টা হয়।
- Related topics -
- দেশ
- ভারত
- ক্রাইম
- খুন
- উত্তরপ্রদেশ