Santosh Trophy । সন্তোষ ট্রফিতে বিধ্বংসী বাংলা, রাজস্থানকে উড়িয়ে হ্যাটট্রিক বাংলার ছেলেদের

Wednesday, December 18 2024, 4:09 pm
highlightKey Highlights

সন্তোষ ট্রফির মূলপর্বে বাংলার জয়ের হ্যাটট্রিক। এদিন বাংলা ২:০ গোলে হারাল রাজস্থানকে।


সন্তোষ ট্রফির মূলপর্বের ম্যাচে দুরন্ত জয় পেলো সঞ্জয় সেনের ছেলেরা। এদিন ২:০ গোলে রাজস্থানকে হারিয়ে ট্রফি দৌড়ে আরও খানিকটা এগোলো বাংলা। বাংলার হয়ে গোলদুটি করলেন রবিলাল মান্ডি এবং নরহরি শ্রেষ্ঠ। পরপর তিন ম্যাচ জিতে মোট ৯ পয়েন্ট জমেছে বাংলার ঝুলিতে। ট্রফির কাছে পৌঁছতে এখনও দুটি ম্যাচ খেলতে হবে তাঁদের। ম্যাচদুটি হবে মণিপুর ও সার্ভিসেস এর বিরুদ্ধে। খেলার বিধ্বংসী মেজাজই প্রমান করে সন্তোষ ট্রফি ঘরে ফেরাতে মরিয়া বাংলার ছেলেরা।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File