Bangladesh | ব্রিটেনে হাসিনার সম্পত্তি বিক্রির চেষ্টা আত্মীয়দের, বিস্ফোরক দাবি ‘দ্য গার্ডিয়ান’-এর

হাসিনার ঘনিষ্ঠেরা ব্রিটেনে নিজেদের সম্পত্তি বিক্রির চেষ্টা শুরু করেছেন, এমনটাই খবর ব্রিটিশ সংবাদমাধ্যম ‘দ্য গার্ডিয়ান’ সূত্রে।
বিস্ফোরক দাবি করেছে ব্রিটিশ সংবাদমাধ্যম ‘দ্য গার্ডিয়ান’ এবং আন্তর্জাতিক তথ্যানুসন্ধানী প্রতিষ্ঠান ‘ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল’। দ্যা গার্ডিয়ান জানাচ্ছে, গত বছরে ব্রিটেনের জমি রেজিস্ট্রি দপ্তরে অন্তত ২০টি লেনদেনের আবেদন জমা পড়েছে যেগুলির মালিকানা বাংলাদেশের প্রশাসনের তদন্তের আওতায় থাকা ব্যক্তিদের নামে। প্রত্যেক ব্যক্তিই বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী হাসিনা ঘনিষ্ট। ইতিমধ্যেই বেশ কয়েক জনের সম্পত্তি বাজেয়াপ্ত করেছে ব্রিটেনের তদন্তকারী সংস্থা ‘ন্যাশনাল ক্রাইম এজেন্সি’ (এনসিএ)।