Haryana Suicide Case | হরিয়ানায়! বিষ খেয়ে গণআত্মহত্যা! গাড়ি থেকে উদ্ধার একই পরিবারের ৭ সদস্যের দেহ!

Tuesday, May 27 2025, 6:43 am
highlightKey Highlights

সোমবার গভীর রাতে হরিয়ানার পঞ্চকুলায় একটি গাড়ি থেকে উদ্ধার একই পরিবারের সাত সদস্যের দেহ।


কলকাতার ট্যাংরা কাণ্ডের ছায়া হরিয়ানায়। সোমবার গভীর রাতে হরিয়ানার পঞ্চকুলায় একটি গাড়ি থেকে উদ্ধার একই পরিবারের সাত সদস্যের দেহ। পরিবারের এক দম্পতি, তাদের তিন সন্তান ও দুই বৃদ্ধ বিষপান করেন। সাতজনকে বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হলে একজন বাদে বাকিদের মৃত বলে ঘোষণা করা হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় পরিবারের একমাত্র জীবিত সদস্যেরও মৃত্যু হয়। পুলিশ সূত্রে খবর, ওই পরিবারের বিপুল ঋণ ছিল। ফলে ঋণের দায়েই তারা গণআত্মহত্যার পদক্ষেপ নিয়েছে বলে অনুমান পুলিশের।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File