Harvard University | 'নৈতিক জয়': হার্ভার্ডের অনুদান বাতিলে 'না' আদালতের, নাখুশ প্রেসিডেন্ট ট্রাম্প
Friday, September 5 2025, 2:33 am

হার্ভার্ডের তহবিল কাটছাঁটে সেই দেশের প্রশাসনের সিদ্ধান্তকে বাতিল করেছে আদালত।
গদিতে বসেই বিশ্ববিখ্যাত হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের বিরুদ্ধে সম্মুখ সমরে নেমেছিলেন প্রেসিডেন্ট ট্রাম্প। গাজা হামলার প্রতিবাদে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বিক্ষোভ দেখানো হলে ট্রাম্প বলেন ইহুদি ও ইজ়রায়েলি পড়ুয়াদের সুরক্ষা দিতে ব্যর্থ কতৃপক্ষ। এরপরই হার্ভার্ডের অনুদান বাতিল করার ঘোষণা করেন তিনি। বুধবার, ম্যাসাচুসেটসের বোস্টন শহরের ফেডেরাল বিচারক অ্যালিসন বুরোস ওই ঘোষণাকে বাতিল করার নির্দেশ দিয়েছেন। এঘটনাকে 'নৈতিক জয়' হিসেবেই দেখছেন হার্ভার্ড কতৃপক্ষ। ওই রায়ের বিরুদ্ধে আপিল করবে হোয়াইট হাউস।
- Related topics -
- আন্তর্জাতিক
- donald trump
- ডোনাল্ড ট্রাম্প
- আমেরিকা
- আদালত