Harvard -Trump | বন্ধ ২০০ কোটির অনুদান, এবার ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে মামলা করলো হার্ভার্ড বিশ্ববিদ্যালয়!
Tuesday, April 22 2025, 6:47 am
Key Highlightsট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে মামলা করলো হার্ভার্ড বিশ্ববিদ্যালয়! দিনকয়েক আগে বিশ্ববিদ্যালয়ের ২০০ কোটির অনুদান বন্ধ করে দেয় ট্রাম্প প্রশাসন।
ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে মামলা করলো হার্ভার্ড বিশ্ববিদ্যালয়! দিনকয়েক আগে বিশ্ববিদ্যালয়ের ২০০ কোটির অনুদান বন্ধ করে দেয় ট্রাম্প প্রশাসন। পাশাপাশি আরও বেশ কিছু নিষেধাজ্ঞা চাপানোর আশঙ্কাও তৈরী হয়েছিল। এই পরিস্থিতিতে মার্কিন প্রশাসনের একাধিক দফতরের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন হার্ভার্ড কর্তৃপক্ষ। এর মধ্যে রয়েছে শিক্ষা, স্বাস্থ্য, বিচার, শক্তির মতো একাধিক দফতর। হার্ভার্ডের প্রেসিডেন্ট অ্যালান গারবারের সাফ কথা, সরকারের চাপের মুখে কোনওমতেই নতিস্বীকার করবে না হার্ভার্ড বিশ্ববিদ্যালয়।

