Harvard University | হার্ভার্ড ক্যাম্পাসে আচমকা গুলিবর্ষণ সাইকেল আরোহী আততায়ীর, বিশ্ববিদ্যালয় চত্বরে ছড়িয়েছে আতঙ্ক

Saturday, October 25 2025, 3:35 am
highlightKey Highlights

আমেরিকার হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের একাধিক ক্যাম্পাসে গুলিবর্ষণ আততায়ীর।


বিশ্ববিখ্যাত হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে এবার বন্দুকবাজের হামলা। জানা গিয়েছে, শুক্রবার বিকেল গড়িয়ে সন্ধ্যা নামার মুখে ম্যাসাচুসেটসে কেমব্রিজ ক্যাম্পাসের কাছে শ্যারমান স্ট্রিটে এক সাইকেল আরোহীকে বন্দুক থেকে গুলি ছুঁড়তে দেখা যায়। বন্দুকবাজ এগিয়ে যায় বিশ্ববিদ্যালয়ের র‌্যাডক্লিফ কোয়াডের দিকে। নিরাপত্তার কারণে হার্ভার্ড চত্বরে চূড়ান্ত সতর্কতা জারি করা হয়। ক্যাম্পাসেই আটকে পড়েন শিক্ষক, পড়ুয়া সকলেই। ঘণ্টাখানেক পর পুলিশ জানায়, জনতার নিরাপত্তা নিশ্চিত করা হচ্ছে। তবে এঘটনায় কেউ হতাহত হয়নি।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File