PBKSvsRR | বিধ্বংসী হরপ্রীত, রাজস্থানকে হারিয়ে প্লে অফের দোরগোড়ায় পাঞ্জাব!

Sunday, May 18 2025, 3:54 pm
highlightKey Highlights

IPL থেকে আগেই ছিটকে গিয়েছিল রাজস্থান রয়্যালস। শেষ ল্যাপে এসেও কাটল না জয়ের খরা।


প্লে অফের দৌড় থেকে আগেই ছিটকে গিয়েছিল রাজস্থান রয়্যালস। আজ পাঞ্জাবের বিরুদ্ধে লড়েও হতাশ হতে হলো তাঁদের। মাত্র ১০ রানে ম্যাচ জিতলো পাঞ্জাব কিংস। মানসিং স্টেডিয়ামে টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় পাঞ্জাব। পাঞ্জাবের হয়ে রানের ঝড় তোলেন নেহাল (৭০) ও শশাঙ্ক সিং (৫৯)। পাঞ্জাব থামে ২১৯ রানে। পাল্টা ব্যাট করতে নেমে যশস্বী জয়সওয়াল ও বৈভব সূর্যবংশীর অনবদ্য ইনিংস রাজস্থানকে এগিয়ে দিলেও ছন্দপতন করেন হরপ্রীত ব্রার। যশস্বী, নেহাল এবং রিয়ানের উইকেট নেন তিনি। ম্যাচ জেতে পাঞ্জাব।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File