Khel Ratna Award | খেলরত্ন পুরস্কারের জন্য মনোনীত হরমনপ্রীত সিংয়ের নাম! নেই ভারতের হয়ে ইতিহাস গড়া শুটার মনু ভাকের
Monday, December 23 2024, 8:07 am
Key Highlightsভারতের সর্বোচ্চ ক্রীড়া সম্মান, মেজর ধ্যান চাঁদ খেলরত্ন পুরস্কারের জন্য মনোনীত হলেন হরমনপ্রীত সিং।
ভারতের সর্বোচ্চ ক্রীড়া সম্মান, মেজর ধ্যান চাঁদ খেলরত্ন পুরস্কারের জন্য মনোনীত হলেন হরমনপ্রীত সিং। সুপারিশ করা হয়েছে প্যারা অ্যাথলিট প্রবীণ কুমারের নামও। প্যারিস অলিম্পিক্স ২০২৪ হরমনপ্রীতের নেতৃত্বে ভারতীয় হকি দল ব্রোঞ্জ পদক জিতেছিল। তবে মনোনীত হলো না প্যারিস অলিম্পিক্স ২০২৪এ একাধিক পদক জয়ী, প্রথম ভারতীয় মহিলা হিসেবে ইতিহাস গড়া শুটার মনু ভাকেরের নাম। এই প্রসঙ্গে ক্রীড়া মন্ত্রকের কর্তাদের দাবি, মনু পুরস্কারের জন্য আবেদন করেননি। তবে মনুর পরিবারের দাবি, মনু আবেদন পত্র পাঠিয়েছিলেন।
- Related topics -
- খেলাধুলা
- অলিম্পিক
- অলিম্পিক্স
- প্যারিস অলিম্পিক্স-প্যারালিম্পিক্স ২০২৪
- হকি
- ভারতীয় হকি টিম
- ভারতীয় হকি দল
- খেলরত্ন অ্যাওয়ার্ড

