Harbhajan Singh | পাঞ্জাবের বন্যাদুর্গতদের পাশে দাঁড়ালেন তারকা ক্রিকেটার হরভজন সিং!
Monday, September 8 2025, 3:13 pm

পাঞ্জাবের পাশে দাঁড়ালেন প্রাক্তন ভারতীয় ক্রিকেটার ও রাজ্যসভার সাংসদ হরভজন সিং। পাঞ্জাবের জন্য বোট, অ্যাম্বুলেন্স ও আর্থিক সাহায্য করলেন।
বন্যা ডুবেছে পাঞ্জাব সহ গোটা উত্তর ভারত। ২৩টা জেলার মধ্যে ২২টা জেলাকেই বন্যা কবলিত বলে ঘোষণা করেছে সরকার। এবার পাঞ্জাবকে সাহায্য করতে এগিয়ে এলেন প্রাক্তন ভারতীয় ক্রিকেটার ও রাজ্যসভার সাংসদ হরভজন সিং। PTIকে দেওয়া সাক্ষাৎকারে একজন বলেন, ‘হরভজন পাঞ্জাবে উদ্ধার কাজের জন্য ১১টা স্টিমার বোট দিয়েছেন। আটটা সাংসদ তহবিল থেকে এবং বাকি তিনটে তাঁর পকেট থেকে। প্রতিটা বোটের দাম সাড়ে চার থেকে সাড়ে পাঁচ লাখ টাকা। অসুস্থদের হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য উনি তিনটে অ্যাম্বুলেন্সও দিয়েছেন।’