Footballer Suicide । আত্মঘাতী মহামেডান প্লেয়ার! দানা বাঁধছে সন্দেহ, শোকস্তব্ধ ফুটবলমহল

Thursday, November 21 2024, 5:43 pm
Footballer Suicide । আত্মঘাতী মহামেডান প্লেয়ার! দানা বাঁধছে সন্দেহ, শোকস্তব্ধ ফুটবলমহল
highlightKey Highlights

বৃহস্পতিবার ভোরে আত্মহত্যা করলেন কলকাতার এক নামী ফুটবলার দেবাশিস প্রধান। ২০১৭,১৮ মরসুমে মহামেডানের হয়ে খেলেছেন দেবাশীষ।


বৃহস্পতিবার ভোরে আত্মহত্যা করলেন কলকাতার এক নামী ফুটবলার দেবাশিস প্রধান। পরিবার সূত্রে খবর, বুধবার গভীর রাতে পি কে চৌধুরী রোডে নিজের বাড়িতেই গলায় দড়ি দিয়ে আত্মঘাতী হয়েছেন বছর সাতাশের ফুটবলার। তবে ঘর থেকে কোনো সুইসাইড নোট উদ্ধার না হওয়ায় মৃত্যু ঘিরে চলছে চাপানউতোর। প্রসঙ্গত, ২০১৭,১৮ মরসুমে মহামেডানের হয়ে খেলেছেন দেবাশীষ। নিয়মিত খেলার পাশাপাশি তিনি হাওড়া সিটি পুলিশে সিভিক ভলান্টিয়ারের কাজও করতেন। তাঁর মৃত্যুতে শোকের ছায়া পরিবারে। শোকজ্ঞাপন করেছে মহামেডান কতৃপক্ষও।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File