Israel-Hamas | ইজরায়েলি সেনার হাতে খতম হামাস প্রধান ইয়াহিয়া সিনওয়ারও? ছড়ালো গুঞ্জন
Thursday, October 17 2024, 5:53 pm
Key Highlightsবৃহস্পতিবার আইডিএফের তরফে এক বিবৃতি পেশ করে বলা হয়, ‘গাজায় আইডিএফের হামলায় তিন জঙ্গি নিকেশ হয়েছে।
ইজরায়েলি সেনার হাতে খতম হামাস প্রধান ইয়াহিয়া সিনওয়ারও! ছড়িয়ে পড়েছে এমনই গুঞ্জন। বৃহস্পতিবার আইডিএফের তরফে এক বিবৃতি পেশ করে বলা হয়, ‘গাজায় আইডিএফের হামলায় তিন জঙ্গি নিকেশ হয়েছে। আইডিএফ খতিয়ে দেখছে সেই তিনজনের একজন সিনওয়ার কিনা। তবে এই মুহূর্তে জঙ্গিদের পরিচয় নিশ্চিত করে বলা যাবে না।’ বলা বাহুল্য, এই নেতার নির্দেশেই গত বছরের ৭ অক্টোবরে ইজরায়েলে হামলা চালায় জঙ্গি গোষ্ঠীটি, মৃত্যু হয় ইজরায়েলের ১২০০ নাগরিকের। সেই নেতাই গাজায় আইডিএফের হামলায় খতম হয়েছে বলে অনুমান।
- Related topics -
- আন্তর্জাতিক
- ইজরায়েল
- ইজরায়েল
- যুদ্ধ

