Gaza | যুদ্ধের মাঝেই থাবা পোলিও ভাইরাসের! শিশুদের টিকাকরণের জন্য গাজায় তিনদিনের যুদ্ধবিরতি
হামাস ইজরায়েল যুদ্ধের জেরে চারপাশে মৃতদেহের স্তূপ। ব্যাপক প্রভাব পড়েছে স্বাস্থ্য ব্যবস্থাতেও।
হামাস ইজরায়েল যুদ্ধের জেরে চারপাশে মৃতদেহের স্তূপ। ব্যাপক প্রভাব পড়েছে স্বাস্থ্য ব্যবস্থাতেও। এরই মধ্যে মাথাচারা দিয়েছে পোলিও। যার বাড়বাড়ন্তের কারণে এবার গাজায় ৩ দিনের যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে হামাস ও ইজরায়েল। শিশুদের টিকাকরণের জন্যই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। রয়টার্স সূত্রে খবর, রবিবার থেকে এই টিকাকরণ শুরু হবে গাজায়। যা চলবে মঙ্গলবার পর্যন্ত। এই তিন দিন স্থানীয় সময় ভোর ৬টা থেকে দুপুর ৩টে পর্যন্ত কোনওরকম হামলা চালাবে না হামাস ও ইজরায়েল।