Amdanga | চাষের জমি থেকে উদ্ধার মহিলার অর্ধনগ্ন আধপোড়া দেহ! বাইরে থেকে দেহ এনে ফেলা হয়েছে বলে সন্দেহ!

বুধবার সকালে আমডাঙার চণ্ডীগড় পঞ্চায়েত এলাকার একটি ফাঁকা চাষের জমি থেকে দেহটি উদ্ধার হয়।
চাষের জমি থেকে উদ্ধার মহিলার অর্ধনগ্ন আধপোড়া দেহ! বুধবার সকালে আমডাঙার চণ্ডীগড় পঞ্চায়েত এলাকার একটি ফাঁকা চাষের জমি থেকে দেহটি উদ্ধার হয়। জানা গিয়েছে, দেহের দুই পায়ের উপরের অংশ, পেটের কাছের অংশ একেবারে ঝলসানো। শরীরের ঊর্ধ্বাঙ্গও কিছুটা পোড়া। হাতে শাখা পলা, সিঁদুর। স্থানীয়রা জানান, এলাকায় আগে ওই মহিলাকে কেউ দেখেনি। অনুমান, বাইরে থেকে দেহটি এনে এখানে ফেলা হতে পারে। ওই মহিলার পরিচয় জানার চেষ্টা করছে পুলিশ। পাশাপাশি এটা খুন নাকি এর পিছনে আরও নৃশংস কিছু লুকিয়ে রয়েছে তার তদন্ত শুরু হয়েছে।
- Related topics -
- রাজ্য
- পশ্চিমবঙ্গ
- মৃতদেহ
- মৃতদেহ উদ্ধার
- উত্তর ২৪ পরগনা