Arshad Nadeem | বছরে মাত্র একবার মাংস খাওয়ার সুযোগ, কঞ্চি দিয়ে খেলতেন জ্যাভেলিন! অভাবে বড় অলিম্পিকে সোনাজয়ী নাদিম

Friday, August 9 2024, 1:34 pm
highlightKey Highlights

আরশাদ নাদিম অলিম্পিক্সের ইতিহাসে পাকিস্তানকে ব্যক্তিগত ইভেন্টে প্রথম সোনা এনে দিয়েছেন।


একটা সময় ছিল যখন কঞ্চি দিয়ে জ্যাভেলিন করতেন আরশাদ নাদিম। সেই পাকিস্তানী খেলোয়াড় প্যারিস অলিম্পিকে জিতেছেন সোনা!  নাদিমের বাবা জানিয়েছেন, গ্রামের স্কুলে ডিসকাস থ্রো, হ্যামার থ্রো, লংজাম্পের মতো খেলা শুরু করেছিলেন নাদিম। শেষপর্যন্ত জ্যাভেলিন থ্রো বেছে নেন। ছোটবেলায় আর্থিক অনটনের মধ্যে দিয়ে বড় হয়েছেন আরশাদ। বছরে মাত্র একবার মাংস খাওয়ার সুযোগ পেতেন নাদিম। তবে সেই ছেলে অলিম্পিক্সের ইতিহাসে পাকিস্তানকে ব্যক্তিগত ইভেন্টে প্রথম সোনা এনে দিয়েছেন।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File