লকডাউন এর নির্মম চিত্র হাবড়ায়, উপার্জন বন্ধ হওয়ায় আত্মঘাতী সপরিবারে

Saturday, June 5 2021, 8:44 am
লকডাউন এর নির্মম চিত্র হাবড়ায়, উপার্জন বন্ধ হওয়ায় আত্মঘাতী সপরিবারে
highlightKey Highlights

করোনার প্রকোপ কমাতে রাজ্য জুড়ে চলছে কার্যত লকডাউন, যার ফলে বন্ধ হয়ে গেছে বহু মানুষের উপার্জনের পথ। মহামারীর পাশাপাশি অভাব অনটনে ঘায়েল সাধারণ মানুষ । এমনি এক ঘটনার সাক্ষী হলো হাবড়া থানা এলাকার বাসিন্দারা। পেশায় রাজমিস্ত্রি প্রকাশ বিশ্বাস (৪৫) বছর তিনেক ধরে তাঁর দ্বিতীয় স্ত্রী ও শিশুপুত্রকে নিয়ে থাকতেন দক্ষিণ হাবড়া পালপাড়া এলাকায়। লকডাউন এর কারণে বন্ধ হয়ে যায় রোজগার । সংসারে অভাব-অনটন তো ছিলই তার ওপর দিন কয়েক আগে প্রকাশ করোনায় আক্রান্ত হন। আক্রান্ত হওয়ার পর বাড়িতেই চিকিৎসাধীন ছিল । মঙ্গলবার বেলা ১১টা নাগাদ বাড়িতে তিনজনের দেহ উদ্ধার করা হয়। জানা যাচ্ছে অভাবের কারণেই সপরিবারে আত্মহত্যার পথ বেছে নেয়।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File