Gutkha Ban | পশ্চিমবঙ্গে গুটখা, পানমশলায় নিষেধাজ্ঞা! নভেম্বর থেকে নির্দেশিকা কার্যকরী করবে নবান্ন
Monday, October 28 2024, 5:02 am
Key Highlights
পানমশলা ও গুটখার বিক্রি, মজুতকরণ, তৈরি করা, বন্টন করা নিষিদ্ধ করা হচ্ছে একবছরের জন্য।
আগামী মাস থেকেই বাংলায় গুটখা ও পান মশলা নিষিদ্ধ করা হচ্ছে। নবান্নের তরফ থেকে নির্দেশিকা জারি করে জানানো হয়েছে, পানমশলা ও গুটখার বিক্রি, মজুতকরণ, তৈরি করা, বন্টন করা নিষিদ্ধ করা হচ্ছে একবছরের জন্য। জনস্বার্থের কথা বিবেচনা করে তামাক ও নিকোটিন রয়েছে এমন গুটখা, পানমশলা বা তা সে যে নামেই পরিচিত হোক না কেন তা বিক্রি করা, তৈরি করা, মজুত করা সবই নিষিদ্ধ করা হচ্ছে। ৭ নভেম্বর ২০২৪ সাল থেকে এই নির্দেশিকা কার্যকরী করা হবে।
- Related topics -
- রাজ্য
- পশ্চিমবঙ্গ
- নবান্ন