Ram Rahim | ফের প্যারোলে মুক্তি রাম রহিমের! ধর্ষণ ও হত্যা মামলায় দোষী সাব্যস্ত হয়েও ১৪তম প্যারোল!
Tuesday, August 5 2025, 8:10 am

ফের প্যারোলে মুক্তি পেলো ধর্ষণ ও হত্যা মামলায় দোষী সাব্যস্ত ডেরা সচ্চা সৌদা প্রধান গুরমিত রাম রহিম সিং।
ফের প্যারোলে মুক্তি পেলো ধর্ষণ ও হত্যা মামলায় দোষী সাব্যস্ত ডেরা সচ্চা সৌদা প্রধান গুরমিত রাম রহিম সিং। ২০২০ সাল থেকে এটি রাম রহিমের ১৪তম প্যারোল। জানা গিয়েছে, মঙ্গলবার সকালে জেল থেকে বেরিয়ে সিরসায় নিজের সদর দফতরের দিকে রওনা দেয় রাম রহিম। সব মিলিয়ে এখনও পর্যন্ত ৩২৬ কারাগারের বাইরে কাটিয়েছেন রাম রহিম। কেন একাধিক মামলায় দোষী সাব্যস্ত হওয়া রাম রহিমকে বারবার প্য়ারোলে মুক্তি দেওয়া হচ্ছে, তা নিয়ে প্রশ্ন উঠছে। তবে সরকার প্রতিবারই বলছে, আইন মেনেই সব প্রক্রিয়া সম্পন্ন করা হচ্ছে।