Ram Rahim | এই নিয়ে চার বছরে ১০ বার! ২১ দিনের জন্য ফের মুক্তি পেলেন ধর্ষণে সাজাপ্রাপ্ত গুরমিত রাম রহিম! নেপথ্যে বিজেপির মদত?
Tuesday, August 13 2024, 11:37 am

ফের সাময়িক ছুটি দেওয়া হল ধর্ষণে সাজাপ্রাপ্ত গুরমিত রাম রহিমকে।
গত চার বছরে ১০ বার প্যারোলে মুক্তি! ফের সাময়িক ছুটি দেওয়া হল ধর্ষণে সাজাপ্রাপ্ত গুরমিত রাম রহিমকে। ২১ দিনের জন্য 'ফরালো'-তে মুক্তি পেলেন ডেরা সাচ্চা সওদার প্রধান। উল্লেখ্য, নিজের ডেরার দুই শিষ্যাকে ধর্ষণের অপরাধে ২০ বছরের সাজাপ্রাপ্ত গুরমিত রাম রহিম সিং BJP শাসিত হরিয়ানা সরকারের অনুগ্রহেই বারবার মুক্তি পাচ্ছেন বলে অভিযোগ। গত ১৯ জানুয়ারি তাঁকে ৫০ দিনের প্যারোল দিয়েছিল হরিয়ানা সরকার। তারও আগে একাধিকবার লম্বা সময়ের জন্য তাঁর প্যারোল মঞ্জুর করা হয়েছে।
- Related topics -
- দেশ
- ভারত
- গুরমিত রাম রহিম সিং