Kulgam | ফের কাশ্মীরে গুলির শব্দ! পহেলগামের থেকে ৬০ কিলোমিটার দূরে কুলগাঁওতে শুরু সেনা-জঙ্গির লড়াই?
Wednesday, April 23 2025, 1:42 pm

মনে করা হচ্ছে, পহেলগাঁও থেকে মাত্র ৬০ কিলোমিটার দূরের কুলগাঁওতে লুকিয়ে রয়েছে জঙ্গিরা। সেখানেই সেনা জওয়ানদের সঙ্গে জঙ্গিদেরই গুলির লড়াই শুরু হয়েছে বলে প্রাথমিক ধারণা।
কাশ্মীরের পহেলগামে জঙ্গি হামলায় মৃত্যু হয়েছে ২৭ জনের। এই ঘটনা নাড়িয়ে দিয়েছে গোটা দেশকে। সেই জঙ্গি হামলার কয়েক ঘন্টার পর ফের গোলাগুলি কাশ্মীরে! টাঙ্গিমার্গ এলাকায় শোনা গিয়েছে গুলির শব্দ। বুধবার দক্ষিণ কাশ্মীরের কুলগাঁওতে সকাল থেকেই জঙ্গিদের খোঁজে চলছে চিরুণি তল্লাশি। পহেলগাঁও থেকে মাত্র ৬০ কিলোমিটার দূরের কুলগাঁওতে লুকিয়ে রয়েছে জঙ্গিরা। সেখানেই সেনা জওয়ানদের সঙ্গে জঙ্গিদেরই গুলির লড়াই শুরু হয়েছে বলে প্রাথমিক ধারণা। যদিও এখনও কোনও খবর নিশ্চিত করেনি ভারতীয় সেনা বা প্রশাসন।
- Related topics -
- দেশ
- ভারত
- কাশ্মীর
- জম্মু-কাশ্মীর
- পহেলগাম জঙ্গি হামলা
- জঙ্গি
- জঙ্গি হামলা
- পাক জঙ্গি
- সেনাবাহিনী
- ভারতীয় সেনা