Guns n Roses in India | ১৩ বছর পর ভারতে আসছে ‘গানস এন রোজ়েস’! কোথায় পারফর্ম করবে এই কিংবদন্তি রক ব্যান্ড?

Tuesday, March 11 2025, 4:17 pm
highlightKey Highlights

রক সঙ্গীতপ্রেমীদের জন্য বড় খবর। ১৩ বছর পর ফের ভারতে আসছে কিংবদন্তি রক ব্যান্ড ‘গানস এন রোজ়েস’।


রক সঙ্গীতপ্রেমীদের জন্য বড় খবর। ১৩ বছর পর ফের ভারতে আসছে কিংবদন্তি রক ব্যান্ড ‘গানস এন রোজ়েস’। মঙ্গলবার ইনস্টাগ্রামে তারা জানিয়েছে, ‘আমরা ভারতে আসছি! এটি স্পেশাল হতে চলেছে।’ জানা গিয়েছে, ১৭ মে মুম্বইয়ের মহালক্ষ্মী রেসকোর্সে পারফর্ম করবে ‘গানস এন রোজ়েস’। ১৭ মার্চ দুপুর ১২টা থেকে জন্য টিকিট কাটতে পারবেন কোটাক মাহিন্দ্রা ব্যাঙ্কের গ্রাহকরা। আর অন্যান্য দর্শকদের জন্য টিকিট বিক্রি শুরু হবে ১৯ মার্চ বিকেল ৪টে থেকে। BookMyShowতে বর্তমানে টিকিটের মূল্য রয়েছে ৪,৯৯৯ টাকা।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File