Gulveer Singh | এশিয়ান অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে সোনালি সাফল্য! ১০ হাজার মিটার রেসে সোনা জয় গুলবীরের!
Tuesday, May 27 2025, 2:59 pm
Key Highlights১০ হাজার মিটার রেসে সোনা জয় করলেন গুলবীর সিং। ২৮ মিনিট ৩৮ সেকেন্ড ৬৩ মিলিসেকেন্ডে এই রেস সম্পূর্ণ করেন তিনি।
আট বছর পর এশিয়ান অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে সোনালি সাফল্য ভারতের! ১০ হাজার মিটার রেসে সোনা জয় করলেন গুলবীর সিং। ২৭ মে, অর্থাৎ মঙ্গলবার থেকে দক্ষিণ কোরিয়ার গুমিতে শুরু হয়েছে এশিয়ান অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপ। আর প্রথম দিনেই গুলবীরের হাত ধরে সোনা পেলো দেশ। ২৮ মিনিট ৩৮ সেকেন্ড ৬৩ মিলিসেকেন্ডে এই রেস সম্পূর্ণ করেন তিনি। ২৮ মিনিট ৪৩ সেকেন্ডে রেস সম্পূর্ণ করে রুপো জয় করেন জাপানের মেবুকি সুজুকি। ২৮ মিনিট ৪৬ সেকেন্ড সময় নেন বাহরিনের অ্যালবার্ট কিবিচি। চতুর্থ স্থানে শেষ করেন আর এক ভারতীয় সাওয়ান বারওয়াল।
- Related topics -
- খেলাধুলা
- অন্য খেলা
- স্বর্ণ পদক
- সোনা

