Gujarat ATS | পাকিস্তানকে BSF-নৌবাহিনীর তথ্য পাচারের অভিযোগ! গ্রেফতার গুজরাটের স্বাস্থ্যকর্মী!
Saturday, May 24 2025, 10:39 am
Key Highlightsজ্যোতি মালহোত্রার পর এবার গুজরাটের এক স্বাস্থ্য কর্মীর বিরুদ্ধে পকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ।
জ্যোতি মালহোত্রার পর এবার গুজরাটের এক স্বাস্থ্য কর্মীর বিরুদ্ধে পকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ। গ্রেফতার করা হলো সহদেব সিং গোহিলকে। জানা গিয়েছে, BSF ও ভারতীয় বিমানবাহিনী সম্পর্কিত গোপন তথ্য পাচারের অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। সহদেব কচ্ছের একজন বহুমুখী স্বাস্থ্যকর্মী। এটিএস অনুসারে, গোহিল ২০২৩ সালের জুন জুলাই মাসে হোয়াটসঅ্যাপে অদিতি ভরদ্বাজ নামে এক মহিলার সংস্পর্শে এসেছিলেন। সেই মহিলাকেই BSF এবং IAF সাইটগুলির ছবি এবং ভিডিয়ো শেয়ার করতে শুরু করে গোহিল।

