Vadodara Bridge Collapsed | ৪৮ ঘন্টা পরও নিখোঁজ একাধিক, বাড়ছে মৃতের সংখ্যা, গুজরাট সেতু দুর্ঘটনায় ৪ ইঞ্জিনিয়ারকে সাসপেন্ড রাজ্যের

ভদোদরায় সেতু দুর্ঘটনার জন্য গুজরাট রোড অ্যান্ড বিল্ডিং ডিপার্টমেন্টের চার ইঞ্জিনিয়ারকে সাসপেন্ড করেছে সরকার।
৯ জুলাই গুজরাটের গম্ভীরা সেতুর মাঝামাঝি একটি স্ল্যাব ভেঙে পড়ে। দুর্ঘটনায় এখনও অবধি মহিসাগর নদী থেকে ১৭ জনের দেহ উদ্ধার করা হয়েছে। ৩ থেকে ৪ জন এখনও নিখোঁজ রয়েছেন বলে খবর। আহত আরও ৯। দুর্ঘটনা পরই উচ্চ পর্যায়ের তদন্তের নির্দেশ দিয়েছিলেন মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র প্যাটেল। বিশেষজ্ঞ দলের রিপোর্টের ওপর ভিত্তি করে এবার ব্যবস্থা নিলো প্রশাসন। প্রাথমিক তদন্তের ভিত্তিতে গুজরাট রোড অ্যান্ড বিল্ডিং ডিপার্টমেন্টের চার ইঞ্জিনিয়ারকে সাসপেন্ড করা হলো। উল্লেখ্য, এখনও উদ্ধারকার্য চলছে মহিসাগর নদীতে।