কুকুরকে বেধড়ক মারধর তারপর স্কুটারে বেঁধে টেনে নিয়ে যাওয়ার অভিযোগ গুজরাতের এক তরুণের বিরুদ্ধে
Sunday, March 21 2021, 11:21 am
Key Highlightsগুজরাতের এক তরুণের বিরুদ্ধে কুকুরকে বেধড়ক মারধর করে তারপর স্কুটারে বেঁধে টেনে নিয়ে যাওয়ার অভিযোগ উঠল। এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। পুলিশ সূত্রে খবর, ঘটনাটি ঘটেছে গুজরাতের বদোদরাতে। অভিযুক্ত তরুণের নাম ইজাজ শেখ। ২০ বছরের ইজাজ বিশেষভাবে সক্ষম বলে জানিয়েছে পুলিশ। বৃহস্পতিবার রাতে পুলিশ খবর পায়, ৮ নম্বর ওয়ার্ড কার্যালয়ের কাছে একটি পথ কুকুর আহত অবস্থায় পড়ে রয়েছে। পুলিশ ঘটনাস্থলে গিয়ে দেখে, কুকুরটির মাথা ও শরীরের অন্য অংশে আঘাত লেগেছে। তার একটি দাঁতও ভাঙা ছিল। সঙ্গে সঙ্গে কুকুরটিকে প্রাণীদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই ভর্তি আছে কুকুরটি। প্রাণী অধিকার নিয়ে কাজ করা এক কর্মীর অভিযোগের ভিত্তিতে সেই তরুণকে গ্রেফতার করেছে পুলিশ।
Related topics - - দেশ
- ক্রাইম
- গুজরাত