দেশ

Gujarat | ম্যাট্রিমনিয়াল সাইটে ফাঁদ পেতে আড়াই বছরে ১৫ জন মহিলাকে 'ধর্ষণ'!

Gujarat | ম্যাট্রিমনিয়াল সাইটে ফাঁদ পেতে আড়াই বছরে ১৫ জন মহিলাকে 'ধর্ষণ'!
Key Highlights

আহমেদাবাদের বাসিন্দা হিমাংশু যোগেশভাই পাঞ্চাল নিজেকে দিল্লি ক্রাইম ব্রাঞ্চের অফিসার হিসাবে পরিচয় দিয়ে ম্যাট্রিমনিয়াল সাইট ব্যবহার করে মহিলাদের সঙ্গে আলাপ করতেন।

ম্যাট্রিমনিয়াল সাইট ব্যবহার করে আড়াই বছরে ১৫ জন মহিলাকে 'ধর্ষণ'! পুলিশ সূত্রে খবর, আহমেদাবাদের বাসিন্দা হিমাংশু যোগেশভাই পাঞ্চাল নিজেকে দিল্লি ক্রাইম ব্রাঞ্চের অফিসার হিসাবে পরিচয় দিয়ে ম্যাট্রিমনিয়াল সাইট ব্যবহার করে মহিলাদের সঙ্গে আলাপ করতেন। তাদের নকল হিরের গয়না দিয়ে, প্রেমের ফাঁদ পেতে, বিয়ের মিথ্যে প্রতিশ্রুতি দিতেন অভিযুক্ত যুবক। এরপর তাদের বিভিন্ন জায়গার হোটেলে ডাকতেন হিমাংশু। পরে মহিলা ওয়ালিভ থানায় হিমাংশুর নামে অভিযোগ দায়ে করায় সত্যিটা সামনে আসে।ইতিমধ্যেই অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ।