Gujarat High Court | ফের "বোমা-হুমকি" গুজরাট হাই কোর্টে! ইমেল পেয়েই তল্লাশি চালাচ্ছেন পুলিশ ও ডগ স্কোয়াড
Monday, September 15 2025, 3:23 pm
Key Highlightsএই নিয়ে গত জুন মাস থেকে চারবার বোমাতঙ্কের হুমকি ইমেল পেল গুজরাট হাই কোর্ট।
ফের হাই কোর্টে বোমা হুমকি। হুলুস্থুলু গুজরাটে। সূত্রের খবর, সোমবার সকালবেলা গুজরাট হাই কোর্টের ইমেল আইডিতে একটি ইমেল আসে। ইমেইলে লেখা ছিল আদালতের মধ্যে বিপুল পরিমাণ আরডিএক্স লুকোনো রয়েছে। যেকোনো সময় বিস্ফোরণ হতে পারে। সঙ্গে সঙ্গে আদালত চত্বর সহ কোর্টরুম খালি করে খানাতল্লাশি শুরু করে আহমেদাবাদ পুলিশের বম্ব স্কোয়াড ও ডগ স্কোয়াড। তল্লাশিতে কিছুই মেলেনি। পুলিশের অনুমান, আদালতের কাজ বন্ধ করার জন্য ইচ্ছাকৃতভাবে আতঙ্ক ছড়িয়েছে কেউ। গত জুন মাস থেকে চারবার বোমার হুমকি পেলো গুজরাট হাই কোর্ট।
- Related topics -
- দেশ
- গুজরাট
- হাইকোর্ট
- বিস্ফোরণ
- বোমাতঙ্ক
- বোমা বিস্ফোরণ
- বোমা উদ্ধার
- ভারত

