নির্বাচনের আগেই বড় ঘোষণা গুজরাতে, ১০ শতাংশ ভ্যাট কমেছে এলপিজি-পিএনজির দামে, জানালো রাজ্য সরকার
Key Highlightsচলতি বছরের শেষের দিকেই বিধানসভা নির্বাচন রয়েছে গুজরাতে। হিমাচল প্রদেশের নির্ঘণ্ট প্রকাশ করলেও এখনও গুজরাত বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট প্রকাশ করা হয়নি।
নির্বাচনের ঠিক আগে গুজরাত সরকার এলপিজি এবং পিএনজির দামে ভ্যাট 10 শতাংশ কমানোর ঘোষণা করেছে। পাশাপাশি সরকার উজ্জ্বলা যোজনা প্রকল্পের অধীনে দুটি এলপিজি সিলিন্ডারের অনুমতি দেওয়ার কথাও জানিয়েছে।
নির্বাচন কমিশন এখনও পর্যন্ত গুজরাত বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট প্রকাশ করেনি, নির্বাচন সংক্রান্ত যাবতীয় তথ্য জেনে নিন বিশদে
শুক্রবার হিমাচল প্রদেশের বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট প্রকাশ করা হলেও গুজরাত নির্বাচনের দিন প্রকাশ করা হয়নি। যদিও দুটি রাজ্যের বিধানসভা নির্বাচনের দিন একই সময়ে প্রকাশ করার কথা ছিল। সাধারণ যে সব রাজ্যগুলোর বিধানসভার মেয়াদ ছয় মাসের মধ্যে শেষ হয়, নির্বাচন কমিশন এক সঙ্গে সেই রাজ্যগুলোর নির্বাচনের দিন ঘোষণা করে। ২০২২ সালে আশ্চর্যজনকভাবে নির্বাচন কমিশন হিমাচল প্রদেশের নির্বাচনের দিন ঘোষণা করলেও গুজরাতের নির্বাচনের দিন ঘোষণা করেনি।
যদিও মুখ্য নির্বাচন কমিশনার রাজীব কুমার জানিয়েছেন, এই বিষয়ে কোনও নিয়ম লঙ্ঘন করা হয়নি। তিনি বলেন, দুটি রাজ্যের বিধানসভার মেয়াদের ব্যবধান ৪০ দিন রয়েছে। নিয়ম অনুসারে এটি কমপক্ষে ৩০ দিন থাকা দরকার। তা না হলে একটির ফলাফল অন্যটির ওপর প্রভাব পড়ে। গুজরাতের বিধানসভায় মেয়াদ ১৮ ফেব্রুয়ারি শেষ হবে। অন্যদিকে হিমাচল প্রদেশে বিধানসভার মেয়ায় ৮ জানুয়ারি শেষ হবে। হিমাচল প্রদেশে আগে নির্বাচন করা দরকার। কারণে শীতের সময় সেখানে নির্বাচনের জন্য প্রতিকূল পরিস্থিতি তৈরি হয়। সেক্ষেত্রে বিশেষ ব্যবস্থা নিতে হয়। যদিও ২০১৭ সালে দুটি রাজ্যে আলাদা সময়ে নির্বাচন হয়েছিল। এবং ভোটগণনা আলাদা সময়ে হয়েছিল।
- Related topics -
- দেশ
- গুজরাট
- এলপিজি
- গ্যাস সিলিন্ডার
- হিমাচল প্রদেশ








