RCB vs GT | ২২ গজে আজ মুখোমুখি গুজরাট-বেঙ্গালুরু! বিরাট-সিরাজ দ্বৈরথ দেখবেন কোথায় ?
Wednesday, April 2 2025, 5:13 am

আজ আইপিএলে সিরাজ নামছেন বিরাটের বিরুদ্ধে। আরসিবি বনাম গুজরাত আরও একটা হাইভোল্টেজ ম্যাচ হতে চলেছে বুধবার।
আজ বুধবার ২২ গজে আরেকটি হাইভোল্টেজ ম্যাচ। ঘরের মাঠ চিন্নাস্বামী স্টেডিয়ামে আজ মুখোমুখি হচ্ছে আরসিবি এবং গুজরাত টাইটান্স। আজ, ২ এপ্রিল, বুধবার খেলা শুরু হবে সন্ধে ৭.৩০ টায়। টস হবে তার ৩০ মিনিট আগে। ম্যাচ দেখতে পারবেন স্টার স্পোর্টস নেটওয়ার্কে এবং ডিজনি প্লাস হটস্টারে। এবারের নিলামে সিরাজকে কেনেনি বেঙ্গালুরু। তিনি এবার খেলছেন গুজরাত টাইটান্সের হয়ে। নিজের প্রাক্তন সতীর্থ বিরাটের বিরুদ্ধে এবার কেমন খেলেন মহম্মদ সিরাজ সেটাই দেখার।