Guillain Barre Syndrome | রাজ্যে গুলেন ব্যারি সিনড্রোমের থাবা, বারাসাতের পর জগদ্দলে মৃত্যু কিশোরের

Wednesday, January 29 2025, 3:09 pm
highlightKey Highlights

ক্রমেই উদ্বেগ বাড়ছে গুলেন সিন্ড্রোম ঘিরে। বারাসতে এক দ্বাদশ শ্রেণির পড়ুয়ার মৃত্যু ঘিরে প্রশ্ন উঠেছে। এরপরই জগদ্দলে এক কিশোরের মৃত্যু ঘিরে সেই আতঙ্ক ফের উস্কে গেল।


গুলেন ব্যারি সিনড্রোম নিয়ে চিন্তা বাড়ছে রাজ্যে। সদ্য বারাসতে এক দ্বাদশ শ্রেণির পড়ুয়ার মৃত্যুর পিছনে এই সিনড্রোমের আশংকা করা হচ্ছিলো। এবার কান্ড জগদ্দলে। গত ২৬ জানুয়ারি দেবকুমার সাউ নামক এক বছর ১০এর কিশোরের মৃত্যু হয়েছে। প্রায় ১ সপ্তাহ ধরে বিসি রায় হাসপাতালে ভর্তি ছিল সে। ভেন্টিলেশন সাপোর্ট দিয়েও বাঁচানো যায়নি তাঁকে। জানা যাচ্ছে,ওই হাসপাতালে একই রোগে আরও দুজন রোগী আক্রান্ত হয়ে ভর্তি রয়েছে। নিঃশব্দ ঘাতকের মতো দেশে ছড়াচ্ছে এই রোগ।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File