GST | কমতে পারে GST স্ল্যাব, সবুজ সংকেত মিললে কমবে নিত্যপ্রয়োজনীয় জিনিসের দামও!

GST কাউন্সিলের আগামী বৈঠকে এই বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হতে পারে।
১২ শতাংশ GST স্ল্যাব ৫ শতাংশে কমিয়ে আনতে পারে কেন্দ্র সরকার। জানা গিয়েছে, GST কমানো নিয়ে ভাবনা চিন্তা চলছে। GST কাউন্সিলের আগামী বৈঠকে এই বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হতে পারে। যদি সেই সিদ্ধান্তে সবুজ সংকেত দেওয়া হয় তাহলে টুথপেস্ট, টুথ পাউডার, ছাতা, সেলাই মেশিন, প্রেশার কুকার, বাসনপত্র, ইলেকট্রিক ইস্ত্রি, স্বল্পক্ষমতা সম্পন্ন ওয়াশিং মেশিন, বাইসাইকেল, ১ হাজার টাকার বেশি মূল্যের কাপড়, ৫০০ টাকা থেকে ১ হাজার টাকা মূল্যের জুতো, স্টেশনারি দ্রব্য, টিকা, সেরামিক টাইলস ইত্যাদি পণ্যের দাম কমতে পারে।