Ayodhya | বারাণসীকেও টেক্কা দিচ্ছে রামমন্দির, ৪০০ কোটির জিএসটি আদায় হয়েছে অযোধ্যা থেকে
Tuesday, October 29 2024, 10:20 am
Key Highlights
অযোধ্যায় রামমন্দির প্রতিষ্ঠিত হওয়ার পরই সেখানে বদলে গিয়েছে পর্যটন মানচিত্র।
অযোধ্যায় রামমন্দির প্রতিষ্ঠিত হওয়ার পরই সেখানে বদলে গিয়েছে পর্যটন মানচিত্র। দেশের আধ্যাত্মিক পর্যটনের অন্যতম প্রাণকেন্দ্র বারাণসীকেও টেক্কা দিয়েছে রামলালা অযোধ্যা। পরিসংখ্যান বলছে, উত্তরপ্রদেশের মোট পর্যটকের এক তৃতীয়াংশই হয়েছে অযোধ্যায়। প্রথম ছ মাসে ১১ লক্ষ পর্যটক গিয়েছেন রামলালা দর্শনে। ইতিমধ্যে ৪০০ কোটির জিএসটি আদায় হয়েছে বলে জানিয়েছেন সেখানকার ভিএইচপি নেতা চম্পত রাই। তীর্থযাত্রীদের জন্য তৈরি হয়েছে আরও হোটেল, লজ, আবাসন। উল্লেখ্য, এবারের দীপাবলিতে রেকর্ড ২৫ লক্ষ মাটির প্রদীপে সেজে উঠবে রামমন্দির।
- Related topics -
- বাণিজ্য
- ব্যবসা বাণিজ্য
- জিএসটি
- অযোধ্যা