Axiom-4 | চলছে কাউন্টডাউন, স্পেস ক্যাপসুলের আসনে বসে শুভাংশু-রা, ইতিহাস গড়তে চলেছে ভারত

Thursday, June 26 2025, 10:15 am
Axiom-4 | চলছে কাউন্টডাউন, স্পেস ক্যাপসুলের আসনে বসে শুভাংশু-রা, ইতিহাস গড়তে চলেছে ভারত
highlightKey Highlights

অবশেষে সব বাধা পেরিয়ে আজ অর্থাৎ বুধবার মহাকাশে পাড়ি দিতে চলেছেন ভারতীয় নভোচর শুভাংশু শুক্লা।


চার দশক পর ফের কোনো ভারতীয়ের পা পড়তে চলেছে মহাকাশে। অবশেষে আজ, বুধবার মিশন Axiom-4 এর অংশ হিসেবে মহাকাশে পাড়ি দিচ্ছেন ভারতীয় নভোচর গ্রুপ ক্যাপ্টেন শুভাংশু শুক্লা। শুভাংশুকে সঙ্গ দেবেন পেগি হুইটসন, স্লাওস উজনানস্কি এবং টিবর কামুকে। ফ্লোরিডা কেনেডি স্পেস রিসার্চ সেন্টারে যুদ্ধকালীন তৎপরতায় চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। আজ ভারতীয় সময় বেলা ১২টা ১ মিনিটে ড্রাগন ক্যাপসুল নিয়ে মহাকাশে পাড়ি দেবে স্পেসএক্স এর ফ্যালকন ৯ রকেট। ভারতীয় সময় সাড়ে পাঁচটা নাগাদ মহাকাশ স্টেশনে পা রাখবেন শুভাংশুরা।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File