Punjab Encounter | এনকাউন্টারে খতম স্বর্ণমন্দিরে গ্রেনেড হামলাকারী! অপর হামলাকারীকে খুঁজতে শুরু চিরুনি তল্লাশি!

সোমবার সাত সকালে এনকাউন্টারে খতম হোলির রাতে অমৃতসরের স্বর্ণমন্দিরে গ্রেনেড হামলা ঘটনার আততায়ী।
সোমবার সাত সকালে এনকাউন্টারে খতম হোলির রাতে অমৃতসরের স্বর্ণমন্দিরে গ্রেনেড হামলা ঘটনার আততায়ী। সোমবার সকালে পঞ্জাবের রাজাশাঁসি এলাকায় পঞ্জাব পুলিশের সঙ্গে গুলিযুদ্ধের পর গুরসিড়ক সিং নামে ওই দুষ্কৃতীর মৃত্যু হয়েছে। তবে অপর হামলাকারী, বিশাল কোনওভাবে পুলিশের নজর এড়িয়ে পালাতে সক্ষম হয়েছে বলে খবর। ইতিমধ্যেই তার খোঁজে চিরুনি তল্লাশি শুরু করেছে পুলিশ। উল্লেখ্য, গত শুক্রবার রাতে অমৃতসরের খান্ডওয়ালার মন্দিরে আচমকা গ্রেনেড হামলা হয়। বাইক চড়ে দুই যুবক মন্দির লক্ষ্য করে গ্রেনেড ছুড়ে ফের চম্পট দেয়।
- Related topics -
- দেশ
- ভারত
- পাঞ্জাব
- স্বর্ণমন্দির
- মৃত্যু
- দুষ্কৃতী হামলা