সৌরভ নন, শশাঙ্ক মনোহরের পরবর্তী ICC চেয়ারম্যান হতে চলেছেন ডিরেক্টর গ্রেগ বার্কলে !

Wednesday, November 25 2020, 11:45 am
সৌরভ নন, শশাঙ্ক মনোহরের পরবর্তী ICC চেয়ারম্যান হতে চলেছেন ডিরেক্টর গ্রেগ বার্কলে !
highlightKey Highlights

সিঙ্গাপুরের ইমরান খোয়াজাকে ১১-৫ ভোটে পরাজিত করে আইসিসি’র চেয়ারম্যান পদে নির্বাচিত হলেন নিউজিল্যান্ডের গ্রেগ বার্কলে। তিনি পেশায় উকিল এবং অকল্যান্ডের বাসিন্দা। ২০১২ সাল থেকে নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ডের ডিরেক্টরের পদ সামলাচ্ছিলেন। চেয়ারম্যান পদে নিযুক্ত হয়ে তিনি জানিয়েছেন যে এটি তাঁর জন্য খুবই গর্বের বিষয়। মাঝে এই পদের জন্য সৌরভ গাঙ্গুলিকে নিয়ে বেশ জল্পনা শুরু হয়েছিল।সম্ভবত, মহারাজ বিসিসিআইয়ের ক্ষমতা ছাড়তে চাননা বলেই এই পদের জন্য মনোনয়ন তোলেননি। তিনি চাইলে অনায়াসেই এই পদে বসতে পারতেন।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File