Kolkata Book Fair | বইমেলায় দারুন ব্যাপার! বিনা খরচে তাবড় সাহিত্যিকদের বই পড়তে পারবেন, তাও আবার বাড়িতে বসেই

Friday, February 7 2025, 5:29 pm
highlightKey Highlights

এবারের বইমেলার বিশেষ আকর্ষণ ৩১৭ নম্বর স্টল। বিনামূল্যেই ১২ কোটি বই ও নথি পাওয়া যাচ্ছে সেখানে।


কলকাতা বইমেলা মানেই তাবড় তাবড় সাহিত্যিক, হরেককরকম বইয়ের পসরা এবং নতুন নতুন চমক। এবারেও তাঁর ব্যতিক্রম হলোনা। এবারের বইমেলার বিশেষ আকর্ষণ ৩১৭ নম্বর স্টল। স্টলের নাম 'ন্যাশনাল ডিজিটাল লাইব্রেরি অব ইন্ডিয়া'। স্টলে কম্পিউটার নিয়ে বসে আছেন কয়েকজন তরুণ তরুণী। এক ক্লিকেই খুঁজে দিচ্ছেন হাজার হাজার বই। আসলে এটি কেন্দ্রীয় শিক্ষামন্ত্রকের একটি প্রকল্প। এই বিশেষ ওয়েবসাইটে রেজিস্টার করলেই আপনি বিনামূল্যে শিল্প সাহিত্য থেকে কম্পিটিটিভ এক্সামের ১২ কোটি বই ও নথির হদিশ পাবেন।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File