পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন বিশ্বনাথন আনন্দের জীবনী এবার ফুটে উঠবে বড়পর্দায়।
Monday, December 14 2020, 1:25 pm
Key Highlightsবলিউডে খেলার দুনিয়ার তারকাদের আত্মজীবনী নিয়ে ছবি করা রীতিমতো ট্রেন্ডে পরিণত হয়েছে। মিলখা সিং থেকে মেরি কম, মহেন্দ্র সিং ধোনি থেকে সন্দীপ সিং- ক্রীড়া দুনিয়ার তারকাদের নানা অজানা কাহিনি রুপোলি পর্দায় ভেবে উঠেছে। দঙ্গল, সান্ড কি আঁখ-এর মতো ছবি অনুপ্রেরণা দিয়েছে আট থেকে আশি- সব বয়সের মহিলাদের। সিনেমা তৈরি হচ্ছে ভারতীয় শাটলার সাইনা নেহওয়ালের জীবন নিয়েও। শুরু হয়ে গিয়েছে শুটিংও। এবার সেই গড্ডালিকা প্রবাহে উঠে এল বিশ্বনাথন আনন্দের নাম। পরিচালক আনন্দ এল রাই পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নের নেপথ্য কাহিনি তুলে ধরবেন পর্দায়।
- Related topics -
- খেলাধুলা
- বলিউড
- বিশ্বনাথান আনন্দ
- বিশ্ব চ্যাম্পিয়ন

