Rameshbabu Vaishali | গ্র্যান্ড সুইস চেসে দ্বিতীয়বার জিতলেন রমেশবাবু বৈশালী, ফের দাবায় বাজিমাত ভারতীয়দের

FIDE উইমেন্স গ্র্যান্ড সুইস চেসে চ্যাম্পিয়ন হলেন গ্র্যান্ডমাস্টার রমেশবাবু বৈশালী।
দাবায় দাপট অব্যাহত ভারতের। FIDE উইমেন্স গ্র্যান্ড সুইস চেসে চ্যাম্পিয়ন হলেন ২৪ বছর বয়সি গ্র্যান্ডমাস্টার রমেশবাবু বৈশালী। টুর্নামেন্টের ফাইনাল রাউন্ডে চিনের দাবাড়ু তান ঝংগিয়ির মুখোমুখি হয়েছিলেন বৈশালী। ১১ রাউন্ডের এই লড়াইয়ে ৮ পয়েন্ট তুলে সহজেই জেতেন ভারতীয় দাবাড়ু। গত মরশুমেও এই খেতাব তাঁর দখলে ছিল। ম্যাচ জিতে ২০২৬ সালের ক্যান্ডিডেটস টুর্নামেন্টে খেলার যোগ্যতা অর্জন করলেন বৈশালী। উল্লেখ্য, FIDE উইমেন্স ওয়ার্ল্ড কাপ জিতে কোনেরু হাম্পি ও দিব্যা দেশমুখও ক্যান্ডিডেটস টুর্নামেন্টে জায়গা করে নিয়েছেন।
- Related topics -
- খেলাধুলা
- দাবা
- রমেশবাবু প্রজ্ঞানন্দ
- অন্য খেলা