খেলাধুলা৪-১ গোলে গ্রানাডা কে হারিয়ে 'লা লিগার' টেবিল আরো আকর্ষণীয় করে তুললো জিদান এর রিয়াল মাদ্রিদ
'লা লিগা' র মুকুট কার মাথায় উঠবে সেটা দেখার জন্য গোটা ফুটবল বিশ্ব এখন অপেক্ষায়। বেশ কয়েক বছর পর লা লিগা ২০২১ এর টেবিল এত জমজমাট। অ্যাট লে টিকো মাদ্রিদ লিগ টেবিলের শীর্ষস্থানে থাকলেও ঘাড়ের ওপর নিঃশ্বাস ফেলছে জিদান ও কোমানের রিয়াল এবং বার্সা। সেভিয়াও কিন্তু এবারে শুধু পরের মরসুমে UCL খেলার টিকিটই সংগ্রহ করেনি, রাকিতিচরা কিন্তু রীতিমতো চাপে ফেলে রেখেছে সুয়ারেজ, রামোস এবং মেসিদের। তবে শেষ হাসি কে হাসবে তা তো শুধু সময় বলবে। তবে বর্তমান মরসুমে স্পেনের এই লিগ কে তাড়িয়ে তাড়িয়ে উপভোগ করছে সারা পৃথিবীর মানুষ।