দেশনা মানলে কড়া ব্যবস্থা! ট্যুইটারকে কড়া নির্দেশ ভারত সরকারের
দেশের সুরক্ষার কথা মাথায় রেখে ফেসবুক, গুগল, ট্যুইটার, ইউটিউব-সহ একাধিক সোশ্যাল মিডিয়াকে কেন্দ্রের নয়া নির্দেশিকা জারি করার কথা জানানো হয়েছিল। পাশাপাশি তাঁদের উত্তর পাঠানোর জন্য ৩ মাস সময়ও দেওয়া হয়েছিল, যা ইতিমধ্যে বেশ কয়েক সপ্তাহ আগে অতিক্রান্ত হয়ে গেছে। ট্যুইটারের মতে ভারতে বাক স্বাধীনতা খর্ব করা হচ্ছে, তাই তারা নির্দেশিকা গ্রহণ করেনি। কিন্তু শনিবার ইলেক্ট্রনিক্স ও তথ্যপ্রযুক্তি মন্ত্রকের সাইবার আইন বিভাগের গ্রুপ কোঅর্ডিনেটর রাকেশ মাহেশ্বরী ভারতে টুইটারের ডেপুটি জেনারেল কাউন্সেল জিম বেকারকে শেষবারের মতন চিঠি দিয়েছেন। কেন্দ্রের মতে, এই নির্দেশিকা না মানলে কড়া শাস্তির মুখে পড়তে হবে ট্যুইটারকে।