দেশভারত সরকারের মোটরবাইক ব্যবহারের নয়া নিয়ম আর বিধিনিষেধ জেনে নিন
কেন্দ্রীয় পরিবহণ ও সড়ক মন্ত্রক সেন্ট্রাল মোটর ভেহিকেলসের নিয়মবিধি (১৯৮৯) সংশোধন করে মোটরবাইক আরোহীদের জন্য নয়া নিয়মাবলী চালু করেছে। নয়া নির্দেশিকা অনুযায়ী, বাইকে পিছনে বসা যাত্রীর নিরাপত্তার জন্য মোটরবাইকে ‘হ্যান্ডহোল্ড’ এবং দু’পাশে 'পাদানি' বাধ্যতামূলক। বাইকের পিছনের আসনে বসা যাত্রীর পোশাক যাতে পিছনের চাকায় জড়িয়ে কোনও দুর্ঘটনা না ঘটে, তার জন্য পিছনের চাকার অন্তত অর্ধেক অংশ ঢাকতে হবে। বাইকে অন্তত একটি ৫১০/৫০০ মিলিমিটারের লাগেজ বক্স রাখতে হবে।