Aparajita Bill | 'টেকনিক্যাল রিপোর্ট দিতে ব্যর্থ রাজ্য', চূড়ান্ত সিদ্ধান্ত নিতে অপরাজিতা বিল রাষ্ট্রপতির কাছে পাঠালেন রাজ্যপাল

Friday, September 6 2024, 6:44 pm
highlightKey Highlights

রাজ্যপাল সিভি আনন্দ বোস অপরাজিতা বিলের টেকনিক্যাল রিপোর্ট না পেয়ে রাষ্ট্রপতির কাছে পাঠিয়েছেন।


ধর্ষণের ঘটনায় অভিযুক্তকে কড়া শাস্তি দিতে পশ্চিমবঙ্গের বিধানসভায় পাশ হয় 'অপরাজিতা বিল'। এবার সেই বিল রাষ্ট্রপতির কাছে পাঠালেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। সঙ্গে উল্লেখ করা হয়েছে,'বিধানসভা কর্তৃপক্ষ টেকনিক্যাল রিপোর্ট দিতে ব্যর্থ হয়েছে'। নিয়ম অনুযায়ী,বিধানসভায় পাশ হওয়ার পর সেই বিলে রাজ্যপাল স্বাক্ষর করলে তা আইনে পরিণত হয়। বিল নিয়ে রাজ্যপাল যদি কোনও সিদ্ধান্তে না আসতে পারেন বা তাঁর কোনও পরামর্শের প্রয়োজন হয়, তবে তা তিনি পাঠিয়ে দেন রাষ্ট্রপতির কাছে। তখন চূড়ান্ত সিদ্ধান্ত নেন রাষ্ট্রপতিই।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File