CV Ananda Bose | তছনছ যুবভারতীতে জ্বললো না আলো, মাঠে ঢুকতেই পারলেন না রাজ্যপাল!

রাজ্যের সাংবিধানিক প্রধানের অভিযোগ, তিনি পৌঁছতেই নিভিয়ে দেওয়া হয়েছে আলো। কড়া পদক্ষেপের নির্দেশ দিয়েছেন তিনি।
চড়া দামে টিকিট কেটে মাঠে গিয়েও প্রিয় তারকাকে দেখতে না পেয়ে ধৈর্যচ্যুতি ঘটে দর্শকদের। রণক্ষেত্র হয়ে ওঠে যুবভারতী। শনিবার সন্ধ্যায় যুবভারতীতে পৌঁছলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। তবে মাঠে ঢুকতে পারেননি তিনি। তাঁর অভিযোগ, রাজ্যের সাংবিধানিক প্রধানের আসার খবর পেলেও নিভিয়ে দেওয়া হয়েছে আলো। কড়া পদক্ষেপের নির্দেশ দিয়েছেন ক্ষুদ্ধ রাজ্যপাল। তাঁর প্রশ্ন, “গভর্নর কোনো রাবার স্ট্যাম্প নয়। বাংলা কি এভাবে গভর্নরকে ট্রিট করে? কাল আমি আবার আসব। খেলাকে ব্যবসায় ব্যবহার করা হচ্ছে।..”
