Aparajita Bill | ‘অপরাজিতা বিল’ফেরত পাঠালেন রাজ্যপাল বোস! বললেন 'সংবিধানের বিধির পরিপন্থী'!
Friday, July 25 2025, 2:46 pm

রাজভবনের তরফে দাবি করা প্রসেসিংবিল সংবিধানের নির্দিষ্ট কিছু বিধির পরিপন্থী।
আরজি কর ধর্ষণ ও খুন কাণ্ডের পর অপরাধীদের আরও কড়া শাস্তি দিতে ‘অপরাজিতা বিল’আনার প্রস্তাব দেয় রাজ্যের শাসক দল তৃণমূল। এরপর বিধানসভায় বিল পাশও হয়। তারপর সেটি ছিল রাষ্ট্রপতির কাছে। কিন্তু সেই বিল আবার ফিরে গেল রাজ্য সরকারের কাছে। ‘অপরাজিতা বিল’ ফেরত পাঠালেন রাজ্যপাল সি ভি আনন্দ বোস। রাজভবনের তরফে দাবি করা হয়েছে, ওই বিল সংবিধানের নির্দিষ্ট কিছু বিধির পরিপন্থী অর্থাৎ ‘some constitutional concerns’ র কথা মাথায় রেখে বিল ফেরত পাঠানো হল। এমনকী শীর্ষ আদালতের রায়েরও পরিপন্থী বলে দাবি করা হয়েছে।
- Related topics -
- রাজ্য
- পশ্চিমবঙ্গ
- রাজ্য সরকার
- রাজ্যপাল
- সিভি আনন্দ বোস