CV Ananda Bose | উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ‘দুর্নীতি মাফিয়া চক্র’ ঘটনায় সিবিআই তদন্তের দাবি করলেন রাজ্যপাল বোস
Tuesday, September 17 2024, 4:14 am

উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ‘দুর্নীতি মাফিয়া চক্র’ নিয়ে সিবিআই তদন্তের দাবি করলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস।
আরজিকর চিকিৎসক ধর্ষণ ও খুন কাণ্ড এবং দুর্নীতির ঘটনায় উত্তাল গোটা বাংলা। এই আবহে উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ‘দুর্নীতি মাফিয়া চক্র’ নিয়ে সিবিআই তদন্তের দাবি করলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। এই প্রসঙ্গে মুখ্যসচিবকে চিঠিও দেওয়া হয়েছে রাজভবন তরফে। এই চিঠির প্রতিলিপি পাঠানো হয়েছে দার্জিলিংয়ের বিজেপি সাংসদ রাজু বিস্তাকে। উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ হাসপাতালের প্রাক্তনী এবং আইএমএ’র শিলিগুড়ি শাখার উদ্যোগে আয়োজিত এক সভায় ‘উত্তরবঙ্গ লবি’র বহিরাগতরা ভয় দেখিয়ে ‘মাফিয়া রাজ’ কায়েম করেছে বলে অভিযোগ উঠেছিল।
- Related topics -
- রাজ্য
- পশ্চিমবঙ্গ
- রাজ্যপাল
- সিভি আনন্দ বোস